কে তাকে সর্বমহান
করেছিল
তার স্বর্গীয় পিতাকে যত্নসহকারে অনুকরণ করার
জন্যই, যীশু জীবিতদের মধ্যে সর্বকালের মহান পুরুষ ছিলেন। একজন বিশ্বস্ত পুত্র
হিসাবে যীশু তার পিতাকে এমনভাবে অনুকরণ করেন যে, তিনি তার অনুগামীদের বলতে
পেরেছিলেন: যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। ( যোহন ১৪:৯,১০ ) প্রত্যেক
ক্ষেত্রে এই পৃথিবীতে তিনি ঠিক তাই করেছেন যা তার পিতা সর্বশক্তিমান ঈশ্বর করতেন।
আমি আপনা হইতে কিছুই করি না, যীশু ব্যাখ্যা করেন, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা
দিয়াছেন, তদনুসারে এই সকল কথা কহি। ( যোহন ৮:২৮ ) তাই যখন আমরা যীশু খ্রীষ্টের
জীবনী অধ্যয়ন করি আমারা আসলে একটি ছবি পাই যা পরিষ্কারভাবে প্রদর্শন করে যে ঈশ্বর
কিরূপ।
তাই যদিও প্রেরিত যোহন স্বীকার করেন যে কেহ কখনও
ঈশ্বরকে দেখে নাই, তবুও তিনি লেখেন যে “ ঈশ্বর প্রেম ” (
যোহন ১:১৮, ১ম যোহন ৪:৮ ) যোহন এমন লিখতে পেরেছিলেন কারন তিনি ঈশ্বর প্রেম
জেনেছিলেন যা তিনি যীশুর মধ্যে দেখতে পান, যিনি ছিলেন তার পিতার সঠিক প্রতিরূপ।
যীশু ছিলেন কোমল, দয়ালু, নম্র ও যার কাছে সহজে যাওয়া যায়। যারা দুর্বল ও পদদলিত
তারা তার সাহচর্য্যে আনন্দ পেত, যেমন অন্য সব স্তরের ব্যক্তিরা –
পুরুষ স্ত্রী শিশুরা ধনী দরিদ্র ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা, এমন কি ঘোর পাপীরা কেরল
যাদের মন্দ হৃদয় ছিল তারা তাকে পছন্দ করেনি।
যীশু কেরল তার শিষ্যদের একে অপরকে প্রেম করতে
শেখাননি, কিন্তু কি করে তা করতে হবে তাও দেখিয়েছেন। আমি যেমন তোমাদিগকে প্রেম
করিয়াছি, তিনি বলেন, তোমাদেরও ( উচিত ) পরস্পর প্রেম করা। ( যোহন ১৩:৩৪ )
খ্রীষ্টের প্রেম জানা, তার একজন প্রেরিত ব্যাখ্যা করেন, জ্ঞানাতীত। ( ইফিষীয় ৩:১৯)
হ্যাঁ যে প্রেম খ্রীষ্ট প্রদর্শন করেন তা জাগতিক যে পুথিগত শিক্ষা তার অনেক
ঊর্দ্ধে এবং অন্যদের তা বাধ্য করে সাড়া দিতে । ( ২করিন্থীয় ৫:১৪ ) সেইজন্য যীশুর
প্রেমের যে তুলনাহীন নমুনা, তাহাই প্রকৃতপক্ষে, তাকে সর্বকালের জীবিতদের মধ্যে
মহান পুরুষ পরিনত করে। তার প্রেম লক্ষ লক্ষ ব্যক্তির হৃদয় স্পর্শ করেছে বহু শতাব্দী
ধরে এবং তাদের জীবনকে মঙ্গলের জন্য প্রভাবিত করেছে।
কিন্তু হয়ত কেউ কেউ বাধা দেবে: দেখুন যে অপরাধগুলি
খ্রীষ্টের নামে করা হয়েছে – ক্রুসেড, ইনকুইজিসন, আর
যুদ্ধসকল যেগুলি দেখেছে লক্ষ লক্ষ ব্যক্তিদের যারা নিজেদের খ্রীষ্টান বলে দাবি করে
অথচ বিরোধী পক্ষে দাড়িয়ে একে অপরকে হত্যা করেছে। কিন্তু বাস্তব সত্য হল, এই
লোকেরা যীশুর শিষ্য হিসাবে তাদের দাবি মিথ্যা প্রতিপন্ন করেছে। তার শিক্ষা ও জীবন
ধারা তাদের কাজকে দোষী করেছে। এমনকি একজন হিন্দু, মোহনদাস গান্ধী, বলতে পরিচালিত
হয়েছিলেন: আমি খ্রীষ্টকে ভালবাসি, কিন্তু আমি খ্রীষ্টানদের ঘৃনা করি কারন তাদের
খ্রীষ্ট যে ভাবে জীবন যাপন করেছিলেন, সেই ভাবে জীবন যাপন করে না।আরো পড়ুন:----------------







0 comments:
Post a Comment