তার সম্বন্ধে শেখার
উপকার
সত্যই যীশুর জীবন ও পরিচর্য্যা থেকে বেশি
গুরুত্বপূর্ন আর কোন অধ্যয়ন বর্তমানে থাকতে পারে না। যীশুর …….
প্রতি দৃষ্টি রাখ, প্রেরিত পৌল উপদেশ দেন। বাস্তাবক, ( তাহাকেই ) আলোচনা কর। আর
ঈশ্বর নিজে তার পুত্রের সম্বন্ধে আদেম দেন: ইহার কথা শুন । যা করতে এই বই সর্বমহান
পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন আপনাকে সাহায্য করবে। ---ইব্রীয় ১২:২,৩ ; মথি ১৭:৫.
চেষ্টা করা হয়েছে যাতে যীশুর পার্থিব জীবনের
প্রতিটি ঘটনা যা পাওয়া যায় চারটি সুসমাচারে সেগুলোকে তুলে ধরতে, সঙ্গে তার
বক্তৃতা এবং উপমা ও অলৌকিক কার্যসকল। যতটা সম্ভব যেমন যেমন ঘটনাগুলি ঘটেছে সেইভাবে
সাজানো হয়েছে। প্রত্যেক অধ্যায়ের শেষে বাইবেলর পদগুলো একটি তালিকা দেওয়া হয়েছে যার
উপর ইহার ভিত্তি। আপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে যেন আপনি এই শাস্ত্রীয় পদগুলো পড়েন
এবং যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেইগুলোর উত্তর দেবার চেষ্টা করেন।
চিকাগে বিশ্ববিদ্যালয়ে একজন স্কলার দাবি করেন
যে, যীশুর সম্বন্ধে গত বিশ বৎসরে যা লেখা হয়েছে গত দুই সহস্র বৎসরেও তা লেখা হয়নি।
তবুও ব্যক্তিগতভাবে বিশেষ প্রয়োজনে সুসমাচারের বিবরণ পরীক্ষা করা কারন যেমন দ্যা
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলে: অনেক আধুনিক ছাত্ররা যীশুর ও সুসমাচারের উপর
দ্বন্দ্বমূলক মতবাদে নিজেদের এত জড়িয়ে ফেলেছে যে তারা সঠিক উৎসগুলো নিজেরা অধ্যয়ন
করতে উপেক্ষা করেছে।
ভালভাবে কোন পক্ষপাত না রেখে এই চারটি সুসমাচারের
বিবরণ বিবেচনা করে আমরা মনে করি আপনি ও একমত হবেন যে মানব ইতিহাসে সব থেকে মহৎ
ঘটনাটি ঘটেছিল রোমীয় সম্রাট সীজার অগাস্টাসের সময়, যখন নাসারতীয় যীশু জন্ম নেন তার
জীবন আমাদের নিমিত্তে দান করতে।






0 comments:
Post a Comment