Wednesday, February 4, 2015

Christian life and ministry.

খ্রীষ্টিয় জীবন ও পরিচর্য্যায় ধনাধ্যক্ষতা
http://daily-bible-bd.blogspot.com/

ঈশ্বর যে ধন আমাদেরকে দিয়েছেন, সেই ধনকে দক্ষতার সহিত ব্যবহার করাকে ধনাধ্যক্ষতা বলা হয়। অর্থাৎ ঈশ্বরের প্রদানকৃত ধনের উত্তমভাবে ব্যবহার করা।
ঈশ্বর আমাদের কি কি ধন দিয়েছেন?
১। শরীরঃ ১ম করি ৬:১৯-২০ পদে এই শরীরকে প্রভুর গৌরবের জন্য ব্যবহার করতে হবে। কারন আমরা প্রভু যীশুর খ্রীষ্টের দেহের অঙ্গ-প্রত্যঙ্গ, ২য় করি ৭:১
২। পরিবারঃ পরিবার ঈশ্বরের দান, যে পরিবারে ঈশ্বর আমাকে জন্ম দিয়েছেন। সেই পরিবার সুষ্ঠ ও সুন্দর রাখার জন্য এবং শান্তি শৃংক্ষলা থাকে।
৩। পরিত্রাণঃ এটি অমূল্যধন হিসেবে প্রভু দিয়েছেন- ১ পিতর ১:১৮-১৯। তাই পরিত্রাণে বৃদ্ধি পাবার জন্য চেষ্টা করতে হবে- ১ পিতর ২:১-৩
৪। তালন্ত (Talents)ঃ আমাদের যে যোগ্যতাগুলো ‍দিয়েছেন, সেগুলো দক্ষতার সাথে প্রভুর গৌরবের জন্য ব্যবহার করি- মথি ২৫:১৪-১৯
৫। মন্ডলীঃ মন্ডলীরূপ তার দেহে মধ্যে আপনাকে একটি অঙ্গ হিসেবে যুক্ত করেছেন ১ম করি ১২:২৭; ইফি ১:২৩ ও ৫:২৯-৩০। সুতরাং আপনি যে মন্ডলীর সভ্য আছেন, সেই মন্ডলী আপনার দ্বারা ক্ষতি না হয়ে বৃদ্ধি পায় ও মঙ্গল হয় সেই ভাবে চলা
৬। সম্পদঃ এই পৃথিবীতে জীবন যাপনের জন্য আমাদেরকে কিছু কিছু সম্পদ দিয়েছেন। সেই সম্পদ সঠিক ভাবে ব্যবহার করা ও তা থেকে প্রভুর কাজের জন্য দেওয়া ১ম বংশা ২৯:১৪
৭। দেশঃ যে দেশ আমাদের থাকার জন্য ঈশ্বর দিয়েছেন। সেই দেশকে ভালবাসা ও দেশের ভাল নাগরিক হিসেবে জীবন যাপন করা এবং দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করা যিরমিয় ২৯:৭
উপরোল্লিখিত ধনকে সঠিক ভাবে ব্যবহার করার মাধ্যমে আমরা ভাল ধনাধ্যক্ষ হতে পারি।
দারিদ্রতা কেন আসে?
১. অলসতাঃ হিতোপদেশ ৬:৯-১১।
২. ওষ্ঠের বাঁচালতাঃ হিতোপদেশ ১৪:২৩।
৩. নিদ্রাকে ভালবেসে কাজ না করাঃ ‍হিতোপদেশ ২০:২৩।
৪. দরিদ্রদের প্রতি উপদ্রব করা ও ধনবানকে দান করাঃ হিতোপদেশ ২২:১৬।
৫. মদ্যপান ও পেটুকতাঃ  হিতোপদেশ ২৩:২০-২১।
৬. অসার লোকদের পিছনে দৌড়ানঃ হিতোপদেশ ২৮:১৯।
৭. ন্যায্য ব্যয় না করাঃ হিতোপদেশ ১১:২৪।
এই দারিদ্রতা থেকে মুক্তির উপায় আছে কি? হ্যা, আছে, প্রভু যা দিয়েছেন, তা হতে নিয়মিতভাবে যদি প্রভুকে দেই, তবে প্রচুর পরিমানে ফিরে পাব- লূক ৬:৩৮।
প্রভুকে আমরা কি কি দিব?
১। সময় ২। তালন্ত ও ৩। আয়ের দশমাংশ
১। সময়ঃ ঈশ্বর যে সময় আমাদেরকে দান করেছেন, সেই সময়কে সদ্ব্যব্যবহার করা- ইফি ৫:১৫-২১।
সময় কিভাবে প্রভুকে দিব? প্রার্থনা বাক্যপাঠ ও ধ্যান, বিশ্বাসীদের সাথে একত্র হয়ে পিতার আরাধনা করা, প্রভুর পক্ষে সাক্ষ্য বহন করার মাধ্যমে সময় প্রভুকে দিতে পারি। তাহলে তিনি সুস্বাস্থ্য, আরোগ্য ও আয়ুষ্কাল বৃদ্ধি করিবেন।
২। তালন্ত বা মেধা (মথি ২৫:১৪-১৫,১৯ পদ)ঃ আমাদের যা কিছু আছে অর্থাৎ বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ইত্যাদি যোগ্যতাগুলো প্রভুর রাজ্য বৃদ্ধির কাজে ব্যবহার করি। তাহলে এইসব আরও বৃদ্ধি পাবে।
৩। আয়ের দশমাংশঃ আমাদের আয় হতে দশমাংশ দেবার জন্য প্রভু আদেশ করেছেন। আমরা যখন দেই, তখন প্রচুর পরিমাণে আর্শীবাদ করবেন বলে প্রতিজ্ঞা করিয়াছেন- মালাখি ৩:১০-১২ পদ।
বাইবেলে আছে ঈশ্বরকে পরিক্ষা করা যাবে না কিন্তু এই একটি বিষয়ে ঈশ্বরকে পরীক্ষা করার জন্য তিনি নিজিই বলেছেন। কারণ এর মাধ্যমে আমাদেরকে তিনি আর্শীবাদ করতে পারেন। এই দশমাংশ সত্যিকার ভাবে বাকী ৯০% শতাংশকে সুরক্ষিত করে- মালাখি ৩:১১-১২ পদ। জমিতে যখন আমরা বীজ বপন করি তখন জমি আমাদেরকে প্রচুর ফল দান করে যা বপন করা বীজ থেকে বহুগুণ বেশি। সুতরাং যিনি এই জমিকে সৃষ্টি করেছেন তিনি আরও কত না বেশী বিশ্বস্ত।


1 comment:

  1. আমাদের উচিৎ এই ধনের উপযুক্ত ব্যবহার করা।

    ReplyDelete