Sunday, March 15, 2015

Christian charity is based on our love for God.

http://daily-bible-bd.blogspot.com/
Christian charity is based on our love for God.
খ্রীষ্টিয় দানের ভিত্তি হল ঈশ্বরের প্রতি আমাদের ভালবাসা
দাতা ঈশ্বরকে আমরা যে কোন পরিমাণ বা মূল্যের দান দিইনা কেন, তা ভালবাসার মধ্য দিয়েই দেওয়া উচিত। ১ করি ১৩:৩ পদে লেখা আছে , আর যথা সর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই, এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই। পিতা ঈশ্বরই প্রেম বা ভালবাসার দানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন । যোহন ৩:১৬। কম্পাসের কাটার মুখে চুম্বক থাকে বলে সেটিকে যেদিকেই ঘুরানো যাকনা কেন কাটাটি সর্বদা উত্তর মেরুর দিকে মুখ করে থাকবে। কিন্তু যদি কাটার মুখে চুম্বক না থাকে, তাহলে কাটাটি অন্যদিকে মুখ করে থাকবে। তাই প্রকৃত বিশ্বাসীর জীবনে যদি সে ভালবাসার চুম্বকটি থাকে তাহলে অর্থ, বিত্ত, উচ্চপদ যা কিছুই তার জীবনে থাকুক না কেন, তার দৃষ্টি ঈশ্বর অভিমুখে থাকবে। এজন্য দায়ূদের গীত ৬২:১০ পদে বলেছেন, ঐশ্বর্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না। কারন তিনি জানতেন, এর ফলে তিনি ঈশ্বরকে ভুলে যাবেন বা স্খলিত হবেন। দ্বিঃ বিঃ ১৩:১৪ পদে ঈশ্বর ইস্রায়েল জাতিকে বলেছিলেন, ভোজন করিয়া তৃপ্ত হইলে, উত্তম গৃহে বাস করিলে, তোমার গো-মেষাদির পাল বৃদ্ধি পাইলে এবং তোমার সম্পত্তি বৃদ্ধি পাইলে তোমার চিত্তকে দর্পিত হইতে দিও না, এবং তোমার সদাপ্রভুকে ভুলিয়া যাইতে দিও না।

দাতা অপেক্ষা দানকে ভালবাসার পরীক্ষা প্রত্যেক বিশ্বাসীর জীবনেই এসে থাকে। ঈশ্বরের একজন ভক্ত মিশনারী আর্থার যুসন বলেছেন ঈশ্বর মূল্য দিয়া আমাদেরকে ক্রয় করেছেন, এই বিশ্বাস যখন জাগে, তখন আমাদের টাকা পয়সা সম্বন্ধীয় ধারণা গুরুতররূপে পরিবর্তিত না হইয়া পারে না। খ্রীষ্টিয় দানের ভিত্তি হল এখানেই। খ্রীষ্ট যে আমাদের পাপ থেকে উদ্ধারের নিমিত্ত নিজের প্রাণ ক্রশে বলিদান করেছেন এটাই বিশ্বাসীর জীবনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসার এক অপূর্ব অনুভূতি এনে দেয়। ঈশ্বরের এ ভালবাসার বিনিময়ে কেবল অর্থ-কেন, আমাদের সমগ্র জীবনপাত করলেও তা এমন বড় কিছু হয়না। তার অপরিমেয় ঋণ শোধ করার মত মানুষের কিছুই নেই। এখানে ধনী গরীবের কোন প্রশ্ন আসতে পারে না। তাই দানশীলতার আসল সমস্যা টাকা পয়সা বা ধনের অভাব নয়, কিন্তু ভালবাসার অভাব।

0 comments:

Post a Comment