daily-bible-bd.blogspot.com
প্রকৃতই তিনি কে ছিলেন?
যীশুর প্রথম শতাব্দীর সঙ্গীরা এই প্রশ্ন সম্বন্ধে ভেবেছিলেন। যখন তারা লক্ষ্য করেন যে অলৌকিকভাবে যীশু ঝড়ে উত্তাল সমুদ্রকে ধমকে দিয়ে শান্ত করিয়ে দিচ্ছেন , তারা আশ্চার্য্য হয়ে চিন্তা করেন : ইনি তবে কে ? পরে অন্য এক ক্ষেত্রে যীশু তার প্রেরিতদের জিজ্ঞাসা করেন; তোমরা কি বল, আমি কে? -----মার্ক ৪:৪১; মথি ১৬:১৫.
যদি আপনাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তবে আপনি কিভাবে উত্তর দেবেন? যীশু কি সত্যই ঈশ্বর ছিলেন? অনেকে বর্তমানে বলেন তিনি ঈশ্বর ছিলেন। অথচ তার সঙ্গীরা কিন্তু তাকে ঈশ্বর বলে ভাবেননি। প্রেরিত পিতর যীশুর প্রশ্নের উত্তরে বলেন : আপনি সেই খ্রীষ্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। --মথি ১৬:১৬.
যীশু কখনও নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, কিন্তু ‍তিনি স্বীকার করেন যে তিনি সেই প্রতিজ্ঞাত মশীহ, অথবা খ্রীষ্ট। তিনি আরও বলেন তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর নন। ( যোহন ৪:২৫,২৬  ১০:৩৬ ) অথচ বাইবেল বলে না যে যীশু অন্য লোকদের মতো ছিলেন। তিনি এক বিশেষ ব্যক্তি ছিলেন কারন ঈশ্বর তাকে সব কিছুর পূর্বে সৃষ্টি করেছিলেন। ( কলসীয় ১:১৫ ) অগণিত কোটি কোটি বৎসর ধরে, এই দৃশ্যত বিশ্বব্রম্ম্নান্ড সৃষ্টি হওয়ার পূর্বে, যীশু একজন আত্মিক ব্যক্তি হিসাবে স্বর্গে বাস করতেন এবং তার পিতা ঈশ্বর, মহান সৃষ্টিকর্তার সাথে এক ঘনিষ্ট সম্পর্ক উপভোগ করেন। ----হিতোপদেশ ৮:২২, ২৭-৩১.
তারপর প্রায় দুই হাজার বৎসর আগে ঈশ্বর তার পুত্রের জীবন এক স্ত্রীলোকের গর্ভে স্হানান্তারিত করেন আর যীশু ঈশ্বরের মানব সন্তান হন, স্বাভাবিকভাবে এক স্ত্রীলোকের গর্ভে জন্ম নিয়ে। ( গালাতীয় ৪:৪ ) যখন যীশু গর্ভে বড় হচ্ছিলেন এবং বালক হিসাবে বেড়ে উঠছিলেন, তিনি তাদের উপর নির্ভর করেন যাদের ঈশ্বর তার পার্থিব পিতামাতা রূপে মনোনিত করেছিলেন। তারপর যখন তিনি প্রাপ্তবয়স্ক হন , স্বর্গে ঈশ্বরের সাথে তার যে বিগত সম্পর্ক ছিল তা তাকে মনে করিয়ে দেওয়া হয়। ---যোহন ৮:২৩; ১৭:৫.
আরো পড়ুন:---------------


 

0 comments:

Post a Comment